চট্টগ্রামের কর্ণফুলী থেকে সাড়ে ৩ টন ঝাটকা ইলিশ জব্দ
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে সাড়ে ৩ টন ঝাটকা ইলিশ মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার ভোরে কর্ণফুলী নদীর মোহনা থেকে নৌকাভর্তি এসব ঝাটকা জব্দ করা হয়।
ঝাটকা নিধন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত অভিযানে এসব মাছ জব্দ করে কোস্ট গার্ডের পূর্বজোন। গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুলাই সরকারিভাবে ঝাটকা নিধন বন্ধ রয়েছে।
কোস্ট গার্ড জানায়, আজ ভোরের দিকে কোস্ট গার্ডের অভিযানের সময় ঝাটকা মাছভর্তি নৌকার গতিবিধি সন্দেহজনক হলে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু তা না মেনে দ্রুত গতিতে নৌকা তীরে ভিড়িয়ে মাঝিরা পালিয়ে যায়। নৌকাটি উদ্ধারের পর প্রায় সাড়ে ৩ টন ঝাটকা মাছ জব্দ করে।
কোস্ট গার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম আজহারুল ইসলাম জানান, জব্দকৃত ঝাটকা ইলিশ চট্টগ্রামের ছয়টি এতিমখানার শিক্ষার্থী ও দুস্থদের মধ্যে বিতরণ করেছে কোস্ট গার্ড।