কসবা সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ

কসবা সীমান্তে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মঈনপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিকেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।
জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকার কয়েকটি পয়েন্ট দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছিল-এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মঈনপুর ও কসবা সীমান্ত এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।