বিজয়নগরে ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিজয়নগর থানা। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের আরিয়ল গ্রামে নিজ ঘর থেকে বাচ্চু মিয়া (৬২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে আরিয়ল গ্রামের নিজ টিনের দোচালা ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া কয়েক বছর ধরে ওই ঘরে একাই বসবাস করছিলেন। তার একমাত্র ছেলে প্রবাসে থাকেন এবং স্ত্রী অন্যত্র অবস্থান করছেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বৃদ্ধের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।