চট্টগ্রামে ভাসমান লোকদের টিকা দেওয়া শুরু
বন্দর নগরী চট্টগ্রামে ভাসমান ও ছিন্নমূল প্রায় লক্ষাধিক মানুষকে করোনার ভ্যাক্সিন দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরীর পাঁচটি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।
প্রথম দিন চট্টগ্রামে পাঁচ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে লক্ষাধিক মানুষকে এ টিকা দেওয়া হবে।
নগরীর রেলওয়ে চত্বরে ছিন্নমূল মানুষের মধ্যে করোনা ভ্যাক্সিন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এ সময় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, উপপরিচালক ডা. সাখাওয়াত হোসেন ও ডা. ফজলে রাব্বি বক্তব্য দেন।
ভাসমান এসব মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রেলওয়ে চত্বরের পাশাপাশি নগরীর সিআরবি ফলমণ্ডি, সাগরিকা সিডিএ, খাতুনগঞ্জ বাকলিয়া ও অক্সিজেন এলাকায় এসব ভ্যাক্সিন দেওয়া হয়। বিভিন্ন কেন্দ্রে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি শ্রমিক, কুলি, রিকশাচালকসহ ১৮ বছরের বেশি বয়সী লোকজন আইডি কার্ড ছাড়া টিকা নিতে পেরে খুশি।