চাঁদপুরে জেএমবির পলাতক আসামি গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা জেএমবির পলাতক এ আসামির নাম মুহিবুল্লাহ (২৮)। তাঁর বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়নতলা এলাকায়।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
র্যাব নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য মুহিবুল্লার বিরুদ্ধে মামলা করে। সে মামলায় তিনি পলাতক আসামি ছিলেন। পরে ওই মামলায় জঙ্গি সদস্য মুহিবুল্লাকে ফরিদগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করে র্যাব-৩-এর সদস্যদের হাতে হস্তান্তর করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য পলাতক আসামি মহিবুল্লাহ গত কয়েক মাস ধরে পৌরসভার কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসায় চাকরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমারা তাকে আটক করে র্যাব ৩-এর কাছে হস্তান্তর করি।’