চুরি হওয়া নবজাতক ২০ ঘণ্টার মধ্যে উদ্ধার
দিনাজপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে নবজাতকের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
এদিকে নবজাতক উদ্ধারের পরে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ২০ ঘণ্টার মধ্যে নবজাতককে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি জাহেদা বেগম (৩০) নামের এক নারী একটি কন্যাসন্তান প্রসব করেন। এরপরে তাঁর প্রস্রাবের বেগ এলে তার বড় বোন হাজেরা বেগম নবজাতককে পাশের এক নারীর কোলে রাখতে দেন। এরপরে বাথরুম থেকে ফিরে এসে দেখেন নবজাতক নেই। পরবর্তীতে তিনি আশেপাশের কোথাও নবজাতককে না পেয়ে পুলিশে অভিযোগ করেন।
প্রসূতির অভিযোগের পরে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন কোতোয়ালি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে নবজাতককে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকারের নেতৃত্বে ২০ ঘণ্টার মধ্যে শিউলী আরা (২৩) নামের এক নারীর কাছ থেকে নবজাতককে উদ্ধার করেন। এ ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হক বাদী হয়ে শিউলী আক্তারের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।