চুয়াডাঙ্গায় তপুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
চুয়াডাঙ্গায় আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমির এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে কালোব্যাজ ধারণ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহপাঠী, শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসীরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি শহিদুল কদর জোয়ার্দ্দার ও প্রধান শিক্ষক রিপন আলী এসএসসি পরীক্ষার্থী তপুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
গত রোববার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার আলহেলাল মাধ্যমিক ইসলামি একাডেমি চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাহবুবুর রহমান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই মো. আলিহীম মাসুদ বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুমন নামের এজাহারভুক্ত এক আসামিকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম।