চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৫
চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যবাহ। হাঁড় কাপানো শীত ও ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর হতে বাইরে বের হচ্ছে না। এ শীতে বেশি অসুবিধায় পড়েছে বয়স্ক, শিশু ও ছিন্নমূল মানুষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক তাহমিনা নাসরিন জানান, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।