চুয়াডাঙ্গায় ২৭ বস্তা ওএমএসের চালসহ একজন আটক
চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা এলাকা থেকে খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত সরকারি ২৭ বস্তা চালসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত চালসহ তালতলা গ্রামের আব্দুস সামাদকে আটক করা হয়।
তবে চালসহ আটককৃত সামাদের দাবি, চালগুলো ওএমএস ডিলার যুবলীগনেতা আজাদ আলীর। তিনি চালগুলো তার বাড়িতে রেখেছিলেন।
এদিকে পুলিশ জানায়, খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য বরাদ্দ পাওয়া ২৭ বস্তা চাল আত্মসাৎ করা হচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে খবর পায় তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা তালতলা এলাকার আব্দুস সামাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৭ বস্তা চালসহ আটক করা হয় আব্দুস সামাদকে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, ওএমএসের ২৭ বস্তা চালসহ একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।