ছাত্ররা যুগে যুগে ইতিহাস তৈরি করেছে : আমান
ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, কেউ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারবেন না। ছাত্ররা যুগে যুগে ইতিহাস তৈরি করেছে। তোমরা রাস্তায় নেমেছো, আরও নামো। শেখ হাসিনার পতন ছাড়া ঘরে ফিরবে না।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে আজ সোমবার আমান উল্লাহ আমান এসব কথা বলেন।
আমান বলেন, আমরা রাস্তায় নেমেছি। নব্বই এর মতো আরেকটি গণঅভ্যুত্থান গড়ে তুলে শেখ হাসিনার পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে ঘরে ফিরবো। এই সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এখন খোলসটা শুধু আছে।
ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনকে আহ্বান জানিয়ে আমান বলেন, এখন আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে। সবাই আন্দোলনের প্রস্তুতি নিন।
বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ। এতে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এতে বিএনপি ও অঙ্গদলের নেতারা বক্তব্য দেন। নেতাকর্মীদের ব্যাপক শোডাউন উপস্থিতি দেখা যায়।
সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, আমি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, র্যাব, পুলিশ ছাড়া রাস্তা নামেন। তখন দেখা যাবে কে কতক্ষণ টিকে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একজনকে মারলে ৫ জন মারতে হবে। যুদ্ধ শুরু হয়ে গেছে। সবাই মাঠে নেমে আসুন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, হাবীবুর রহমান হাবীব, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সাইফুল আলম নিরব, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মোস্তাফিজুর রহমান, সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল কাদির ভুইয়া জুয়েল, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, রাজিব আহসান প্রমুখ।