জনগণের কল্যাণ করাই জনপ্রতিনিধিদের মূল কাজ : রাষ্ট্রপতি
জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে’ জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। তিন দিনের সফরে বুধবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান তিনি।
জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা।’
স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলেই হবে না। জনগণ যেন উন্নয়নের সুফল পায়, তা নিশ্চিত করতে হবে।’
এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক এবং প্রশাসনের কর্মকর্তাসহ রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।
আগামীকাল ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ইটনা উপজেলায় এবং সন্ধ্যা ৭টায় অষ্টগ্রাম উপজেলায় স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।