সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী
সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকীতে বরিশালে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীর কীর্তনখোলা অডিটরিয়ামে আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের উদ্যোগে এই স্মরণসভা হয়।
স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, আবদুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ কে এম আমিনুল হক ও সদস্য সচিব ইলিয়াস আহমাদ।
সভায় সাবেক রাষ্ট্রপতির কর্মময় উজ্জ্বল জীবন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বরিশালের সন্তান আবদুর রহমান বিশ্বাস দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি এই জাতিকে সুশিক্ষিত করতে কার্যকরী উদ্যোগ নিয়েছিলেন। তাঁর জীবনাদর্শ তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলেই দ্রুত সময়ের মধ্যে আমরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব।
আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ১৯২৬ সালের ১ সেপ্টেম্বর বরিশালের শায়েস্তাবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) ও ইতিহাস এবং আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি স্থানীয় সমবায় ব্যাংকের সভাপতি হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষাবিস্তারের উদ্দেশে তিনি কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই কাজের জন্য সরকার ১৯৫৮ সালে তাকে স্বেচ্ছাসেবী সমাজকর্মী হিসেবে স্বীকৃতি দেয়। ষাটের দশকে কিছু দিন বাবুগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরে বরিশালে আইন পেশায় যোগ দেন।
আবদুর রহমান বিশ্বাস ১৯৭৭ সালে বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯-৮০ সালে তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং ১৯৮১-৮২ সালে বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে আবদুর রহমান বিশ্বাস ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৪ এপ্রিল ১৯৯১ তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালেই তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ১৯৯৬ সালের ৮ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হয়।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস ২০১৭ সালের ৩ নভেম্বর মারা যান।
আবদুর রহমান বিশ্বাস ২০১৭ সালের ৩ নভেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।