জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রি নিহত
রাজধানীর জুরাইনের আলমবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কালাম (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
পরিদর্শক বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় কালাম অচেতন হয়ে পড়েন। তারপর তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।’
নিহত কালামের সহকর্মী মো. আমিনুল হকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, কালাম কদমতলী পালপাড়ায় থাকেন। তিনি পেশায় রাজমিস্ত্রি এবং পাশাপাশি বিভিন্ন ভবন নির্মাণের ঠিকাদারি করেন। বেশ কিছুদিন ধরে আলমবাগে আমিনুলের একটি সেমিপাকা টিনশেড ঘরের কাজ করছিলেন তিনি। বিকেলে ভবনের টিনের চালে বসে কাজ করার সময় পাশের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকেন। পরে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।