জয়পুরহাট চিনিকল এলাকায় আখ রোপন শুরু
দেশে চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অধিক জমিতে উন্নত জাতের আখ রোপন কার্যক্রমের অংশ হিসেবে জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের নিয়ন্ত্রাধীন এলাকার আখ রোপন শুরু হয়েছে।
এ মৌসুমে আট হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে আজ বুধবার দুপুরে জেলার সদর উপজেলার ছোট যমুনা তীরবর্তী চকশ্যাম এলাকার চাষি আব্দুল হাকিমের জমিতে প্রথম আখ রোপন করা হয়। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএফআইসি) ফিল্ড রিচার্স বিভাগের মহাব্যবস্থাপক মোস্তফা কামাল।
আজ চলতি আখ রোপন মৌসুমের প্রথম দিনে বিভিন্ন এলাকার মোট ২০ একর জমিতে বিভিন্ন জাতের আখ রোপন করা হয়।
এদিকে আজ সকালে চিনিকলের কৃষি বিভাগের উদ্যোগে জয়পুরহাট সদরের ‘এ সাব জোন’ এলাকার চকশ্যাম স্কুলমাঠে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসানের সভাপতিত্বে এক আখচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়।