ঝালকাঠিতে ইউপি সদস্যসহ ৯ জন কারাগারে

ঝালকাঠিতে দিনমজুর মিরাজ শেখ হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ নয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ফয়সাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে জমি নিয়ে বিরোধের জেরে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি বাজারে দিনমজুর মিরাজ শেখকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পিটিয়ে ও কুপিয়ে আহত কারার ঘটনায় নেতৃত্ব দেন দুই ইউপি সদস্য- নজরুল ইসলাম ও উজ্জ্বল হোসেন খান।
বিবরণ বলছে, ঘটনার রাতে আহত মিরাজকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৩ টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ১৫ ডিসেম্বর সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা করেন। এতে কেওড়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসেন খান ও সাত নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামসহ ১২ জনকে আসামি করা হয়।
মামলার প্রধান আসামি সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামসহ নয় জন উচ্চ আদালতের জামিনে ছিলেন। তাঁরা আজ ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী নিহত মিরাজের মা মাকসুদা বেগম বলেন, ‘আদালত আসামিদের কারাগারে পাঠানো পাঠিয়েছেন। এখন তাঁদের ফাঁসি আদেশ দিয়ে তা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’