ঝালকাঠিতে যৌন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন
যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন নারীপক্ষ ও ঝালকাঠি দুর্বার নেটওয়ার্ক। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে স্থানীয় নারীনেত্রী, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি পুরুষরাও অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন যুব মহিলা লীগের নেত্রী পিনু আক্তার নদী ও সমাজকর্মী কামাল হোসেন।
এ সময় বক্তারা বলেন, নারী নির্যাতনের চরম সহিংস রূপ হচ্ছে ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যা। তাই ধর্ষণ আইন সংস্কার জোটের দশ দফা বাস্তাবায়ন করার আহ্বান জানানো হয় মানববন্ধনে।