গুইমারায় ১০ বছরেও হয়নি স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ঘোষণার এক দশক পেরিয়ে গেলেও এখনও নির্মিত হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন। ফলে উপজেলার লক্ষাধিক মানুষ চিকিৎসা ও অগ্নিনির্বাপন সেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় রোগীদের চিকিৎসার জন্য যেতে হচ্ছে দূরবর্তী হাসপাতালগুলোতে। এতে সময়ক্ষেপণের কারণে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
এই দাবিতে আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় গুইমারা বাজারের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে উপজেলার সর্বস্তরের জনতার আয়োজনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কর্মসূচির আহ্বায়ক ও এলাকার সমাজসেবক মো. ইউচুফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল আলী, পাইসাউ মারমা, মাঈন উদ্দিন বাবলু, হরিপদ্ম ত্রিপুরা, আলাউদ্দিন আরিফ, চাইরেপ্রু মারমা ও সাইফুল ইসলাম সোহাগসহ এলাকার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন : আজ থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বক্তারা অভিযোগ করেন, গুইমারা উপজেলায় ১০ বছরেও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপন ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। এর ফলে প্রায় ৮০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বারবার।
তারা দ্রুত গুইমারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দেন, আগামী ১ জানুয়ারির মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই দাবিতে আগামী ৩ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেন আয়োজকরা।
উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় খাগড়াছড়ির নবম উপজেলা হিসেবে গুইমারাকে অনুমোদন দেওয়া হয়। তবে দীর্ঘ ১০ বছর পার হলেও এ উপজেলায় এখনো নির্মিত হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি