৩ ভারতীয় নাগরিক আটক
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আটক হওয়া তিন ভারতীয় নাগরিক। ছবি : এনটিভি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১০ ডিসেম্বর) পানছড়ি উপজেলার পূজগাং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) ও লাল থাকমা রিয়াং (৩২)।
পুলিশ জানায়, পানছড়ি উপজেলার পূজগাং এলাকায় আটক ব্যক্তিদের সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, ‘আটক হওয়া তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে। বিধি মোতাবেক তাদের আদালত পাঠানো হয়েছে।’

আক্তার হোসেন, খাগড়াছড়ি (সদর-দীঘিনালা-পানছড়ি)