রৌমারীর হলহলিয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মিয়ারচর এলাকায় হলহলিয়া নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার (৩১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মিয়ারচরে বাঁশের সাঁকো সংলগ্ন সড়কে এ মানববন্ধন পালন করা হয়।
হলহলিয়া নদী পারাপারে ২০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি করে এলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি কেউ। এ নিয়ে বিভিন্ন সময়ে এ নিয়ে এখানে নদীর তীরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আসছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘুঘুমারী, চর ঘুঘুমারী, ফুলকারচর, খেরুয়ারচর, আনন্দ বাজার, খেয়ারচর, খরানির চর, দক্ষিণ নামাজের চর, উত্তর নামাজের চর, চর গেন্দার আলগাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ প্রতিদিন বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। শিশু, বৃদ্ধ, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ওই সাঁকো পারাপার হচ্ছে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও চরমে উঠে।
বক্তারা শিগগিরই মিয়ারচরে হলহলিয়া নদীতে একটি সেতু নির্মাণের দাবি করেছেন।

মাসুদ পারভেজ, কুড়িগ্রাম (চর রাজিবপুর-রৌমারী)