ব্রহ্মপুত্র নদে সেতুর দাবিতে গণস্বাক্ষর
কুড়িগ্রাম জেলা শহর থেকে বিচ্ছিন্ন দুই উপজেলা রৌমারী ও রাজিবপুরকে মূল জেলা শহরের সঙ্গে সরাসরি যুক্ত করতে ব্রহ্মপুত্র নদের ওপর চিলমারী-রৌমারী রুটে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে জনমত ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
'জাগো বাহে, কোনঠে সবায়, এক দফা এক দাবি: ব্রহ্মপুত্রে সেতু চাই' -এই স্লোগানে গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী চিলমারী নদীবন্দর এলাকায় কর্মসূচির আয়োজন করে 'ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদ'। এই দাবিতে একাত্মতা প্রকাশ করতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, শ্রমজীবী ও বিভিন্ন পেশার অসংখ্য মানুষ ছুটে আসেন এবং গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর প্রদান করেন।
চিলমারী-রৌমারী রুটে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে রৌমারী থেকে চিলমারী নৌপথে আসতে সময় লাগে কয়েক ঘণ্টা। বর্ষার সময় নদী উত্তাল থাকলে এই পথে পারাপারে ঝুঁকি থাকে। এই রুটে সেতু নির্মাণ হলে যাতায়াতে ব্যাপক সুবিধা হবে এবং চিলমারী, রৌমারী ও রাজিবপুরের মানুষের জীবনমান সকল দিক থেকে উন্নত হবে। এছাড়া, যেসব শিক্ষার্থী রাজিবপুর থেকে কুড়িগ্রাম জেলা শহরে পড়াশোনা করেন, সেতু নির্মিত হলে তাদের নদী পারাপারের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে।
ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য মাজু ইব্রাহিম বলেন, আজকের জনমত ও গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে এই অঞ্চলের মানুষ প্রমাণ করেছেন যে এই সেতুর প্রয়োজনীয়তা কতটুকু।
ইব্রাহিম আরও বলেন, আমরা আজকের এই জনমতকে কাজে লাগিয়ে সরকার প্রধানের কাছে দ্রুত এই সেতু বাস্তবায়নের জন্য আবেদন জানাব। এই সেতুটি নির্মিত হলে চারটি বিভাগের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে এবং ঢাকার সাথেও দূরত্ব অনেক কমে আসবে। এতে এই অঞ্চলের মানুষের জীবনমান আমূল পরিবর্তিত হবে। তাই আমরা আশা রাখি, ব্রহ্মপুত্র নদের ওপর চিলমারী-রৌমারী সেতু অবশ্যই বাস্তবায়িত হবে। এই দাবি এই অঞ্চলের আপামর জনগণেরই দাবি। গণস্বাক্ষর কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেতু নির্মাণের দাবির প্রতি এই অঞ্চলের মানুষের প্রবল আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছে।

তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)