ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে ট্রেনে কাটা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কলেজ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ ঘিরে রেখেছে এলাকাকাবাসী। ছবি : এনটিভি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার কলেজ রেলগেট এলাকায়।
নিহত যুবকের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। যার ঠিকানা জেলার মহেশপুর উপজেলার পাথরা ঢাকাপাড়া গ্রামের মনির হোসেন, পিতা মৃত মফিজ উদ্দিন।
কোটচাঁদপুর স্টেশন মাস্টার মইনুল হোসেন জানান, উপজেলার কলেজ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা রেললাইনে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে খবর দেয়। খবর পেয়ে যশোর জিআরপি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে নিহত যুবকের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র তার কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সংশ্লিষ্ট সংবাদ: ট্রেনে কাটা
১৯ মার্চ ২০২৩
১৭ ফেব্রুয়ারি ২০২৩
২১ জানুয়ারি ২০২৩