বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, আহত ১১
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাকড়ি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : এনটিভি অনলাইন
বিয়েতে দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামে আজ শনিবার (২২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাকড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। কিন্তু অনুষ্ঠানে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা চালান। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে বাকড়ি গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)