ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/08/jhenaidah.jpg)
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এনজিওর কর্মী ও শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গান্না বাজার এলাকায় ও মহেশপুর চড়কতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্র্যাক এনজিওর কর্মী দেবদাস ও শ্রমিক ফজলুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে মহেশপুর থেকে মোটরসাইকেলে করে সাতক্ষীরা জেলার শ্যামনগর যাচ্ছিলেন দেবদাস। ভোর ৬টার দিকে চড়কতলা মোড় এলাকায় পৌঁছার পর বাইকের নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, আজ সকাল ৭টার দিকে চার-পাঁচজনের একদল শ্রমিক কাজের উদ্দেশে আলমসাধুতে চড়ে কোটচাদপুর তালসার থেকে কালীগঞ্জ যাচ্ছিল। এ সময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি যাত্রীবাহী বাস আলমসাধু অতিক্রমকালে অতিরিক্ত চাপ দেয়। সে সময় আলমসাধুর চালক রক্ষার্থে রাস্তা থেকে নেমে যেতে বাধ্য হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ধাক্কায় ঘটনাস্থলেই ফজলুর রহমান নিহত হন ও বাকি সবাই আহত হন। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ শেখ মামুনুর রশীদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করি। আহতদের মধ্যে আরও এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।