টাঙ্গাইলে সাফ জয়ী কৃষ্ণা রানী সরকারকে সংবর্ধনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/01/krishna-rani-tangail.jpg)
টাঙ্গাইলের গোপালপুরে সাফ জয়ী নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে ক্রীড়া সংস্থার মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক সাফজয়ী কৃষ্ণার হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটনকেও সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃষ্ণা রানী সরকার প্রবেশ করলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ছাড়াও সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কোচ গোলাম রাব্বানী ছোটন নারী ফুটবলের আজকের এই অবস্থানের পেছনে নানা ঘটনার চিত্র তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর্জা মইনুল হক প্রমুখ।