টেলিটকের সাবেক ব্যবস্থাপক জুবায়েরকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড
দুর্নীতির অভিযোগে টেলিটকের সাবেক ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জুবায়েরকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে সাড়ে ১১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।
আদেশে আদালত বলেন, আসামির বিরুদ্ধে আনীত মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৩ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। একইসাথে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে (পৈতৃক ব্যতীত) রাষ্ট্রের অনূকূলে নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
মামলার বিবরণে জানা যায়, আসামি শাহ মো. জুবায়ের ২০০৫ সালে টেলিটকের ব্যবস্থপনা পরিচালকের দায়িত্বে থাকাবস্থায় দুর্নীতির মাধ্যমে ৬৮ লাখ টাকা অর্থ পাচার করেন। এ ছাড়া গুলশান ও মিরপুর নামে বেনামে তাঁর একাধিক বাড়ি রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শাহ মো. জুবায়েরকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো।