‘ডাক্তার আসবে বাড়ি’র সঙ্গে উত্তরার দুটি ক্লাবের সমঝোতা স্মারক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/29/01.jpg)
দেশের সর্ববৃহৎ অনলাইন হেলথ কেয়ার প্রোভাইডার ‘ডাক্তার আসবে বাড়ি’র উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর উত্তরায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার এবং দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ছবি : সংগৃহীত
দেশের সর্ববৃহৎ অনলাইন হেলথ কেয়ার প্রোভাইডার ‘ডাক্তার আসবে বাড়ি’র উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর উত্তরায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উত্তরা লেডিস ক্লাবে এই সেমিনার হয়।
এ সময় ‘ডাক্তার আসবে বাড়ি’র সঙ্গে রোটারি ক্লাব উত্তরা এবং উত্তরা লেডিস ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/29/02.jpg)
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রোটারি ক্লাব উত্তরার প্রেসিডেন্ট জুলহাস আলম এবং উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট ইসমেয়ারা হানিফ ছাড়াও ‘ডাক্তার আসবে বাড়ি’র উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/29/03.jpg)
‘ডাক্তার আসবে বাড়ি’র সেবাগুলোর মধ্যে রয়েছে-
১. অনলাইন চিকিৎসক (দেশি ও বিদেশি) অডিও ও ভিডিও কনসাল্টেশন্স
২. মেডিকেল ট্যুরিজম
৩. ডাক্তার হোম কল
৪. ফিজিওথেরাপিস্ট হোম কল
৫. নার্সেস হোম কল
৬. হোম স্যাম্পেল কালেকশন
৭. স্টুডেন্ট স্বাস্থ্যসেবা
৮. করপোরেট স্বাস্থ্যসেবা