ঢাকায় আর থাকছে না আন্তজেলা বাস কাউন্টার : তাপস
ঢাকা শহরের অভ্যন্তরে আর কোনো আন্তজেলা বাস কাউন্টার থাকতে দেওয়া না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আগামী বছরের ১ এপ্রিল থেকে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালেই সীমাবদ্ধ থাকবে বাস কাউন্টার।
আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা শেষে সাংবাদিকদেরকে সঙ্গে আলাপকালে ডিএসসিসি মেয়র তাপস এ তথ্য জানান।
তাপস বলেন, ‘আমাদের যে বাস টার্মিনালগুলো আছে সেগুলোর কার্যকারিতা ঠিকমতো বাস্তব রূপ দেওয়া হয় না। এ ব্যাপারে আমরা আরও কঠোর হতে চাই। সায়েদাবাদ বাস টার্মিনালের সংস্কার চলছে। এটা মার্চ মাসের মধ্যে শেষ হবে। আমরা পহেলা এপ্রিলে সেটা চালু করব।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘আমাদের মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের যে সংস্কার প্রয়োজন আছে, সেগুলোরও আমরা উদ্যোগ গ্রহণ করব এবং সকল উদ্যোগ সম্পন্ন করব। আগামী ১ এপ্রিল থেকে ঢাকা শহরে টার্মিনাল ব্যতীত আর কোথাও কোনো কাউন্টার আমরা রাখতে দেব না।’
এ কার্যক্রমের মাধ্যমে গণপরিবহণ ব্যবস্থাপনা আরও শৃঙ্খলার মধ্যে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে তাপস বলেন, ‘এই সভায় আমাদের মালিক সমিতির প্রতিনিধিরা আছেন। এ ছাড়াও সংশ্লিষ্ট সকলকে আমরা অবগত করতে চাই যে, ১ এপ্রিল থেকে ঢাকা শহরে যত্রতত্র কোনো কাউন্টার রাখতে দেওয়া হবে না। আমরা দেখি, জিগাতলায় একটা কাউন্টার, কলাবাগানে একটা কাউন্টার, খিলগাঁওয়ে আরেকটা কাউন্টার। যার যেখানে ইচ্ছা সেখানে কাউন্টার খুলে বসে আছে। এতে যেমনি যানজটের সৃষ্টি করে তেমনি অনেক সমস্যা সৃষ্টি হয়। সুতরাং, এ বিষয়ে আমরা আরও কঠোর হচ্ছি।’
তাপস বলেন, ‘টার্মিনালগুলো সঠিকভাবে ব্যবহার না করার কারণে বাস কাউন্টার সংলগ্ন এলাকায় যত্রতত্র রাস্তা দখল করে বাস রেখে দেওয়া হয়। এখানে দুটো বিষয় একটা হলো টার্মিনালকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হলো, বাস মালিকরা যখন বাস নামান, তাদের কিন্তু একটা শর্ত পূরণ করার কথা। তাদের বাসগুলো রাখার পর্যাপ্ত জায়গা তাদের রয়েছে। কিন্তু দেখা যায় যে, সেই জায়গায় সংকুলান না করে তারা রাস্তার ওপরে বাসগুলো রাখছে। আমরা এ ব্যাপারে কঠোর হবো। তাদেরকে নিজস্ব জায়গায় বাস রাখতে হবে অথবা টার্মিনালে রাখতে হবে। তারা যত্রতত্র রাস্তার ওপরে রাখতে পারবে না এবং বিভিন্ন জায়গায় কাউন্টারের অজুহাত দিয়ে সেখানে বাস রাখতে পারবে না। সকল কার্যক্রমটা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় টার্মিনালকেন্দ্রিক হতে হবে।’