ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় দাদি-নাতি নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/06/munshiganj-accident.jpg)
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় দুজন নিহত হওয়ার পর লোকজনের ভিড়। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজন হচ্ছেন মীনা মল্লিক ও অচীন মল্লিক। তাঁরা সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশুর গ্রামের বাসিন্দা। তাঁরা সম্পর্কে দাদি ও নাতি।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে, জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে, গাড়িচাপায় তাঁরা নিহত হয়েছেন।