তারেক রহমানের ব্যক্তিগত সহকারীর বিচার শুরু
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর ফাতেমা খানম নীলা এসব তথ্য জানিয়েছেন।
নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১ জানুয়ারি অপুকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। অপু জেলে থাকায় তাঁর আইনজীবী ১৯ জানুয়ারি ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে দুদক তাকে ২৯ জানুয়ারি পর্যন্ত সময় দেয়।
বর্ধিত কার্যদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দুদকের উপপরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুদকের আরেক সহকারী পরিচালক রুহুল আমিন গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।