তিন আসনের উপনির্বাচনে নৌকার টিকেট পেলেন মিন্টু-হাবিব-হাসেম
জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। এর মধ্যে ঢাকা-১৪ আসনে আগা খান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খানকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।
গণভবনে আজ শনিবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, ঢাকা-১৪, সিলেট-৩, কুমিল্লা-৫ এই তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন ৯৪ জন।
গত ৪ জুন থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিন।
এ সময়ে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩৪ জন, কুমিল্লা-৫ আসনে ৩৫ জন ও সিলেট-৩ আসনে ২৫ জন।
এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এই তিন উপনির্বাচনে শুধু ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই নির্ধারণ করা হয়েছে। আগে এই উপনির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ‘জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩, ১৮৭ ঢাকা-১৪ ও ২৫৩ কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচনে শুধু ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই-২০২১ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।’
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ আসনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও সিলেট-৩ আসনে মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন তিনটি শূন্য হয়।