দিনাজপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার
গতকাল শুক্রবার রাতে ফুলবাড়ি উপজেলার ডাবরা গ্রামের ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় ধানক্ষেত থেকে বাকলী ওরফে ফেলা (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাকলী ডাবরা গ্রামের আশিকুল ইসলামের স্ত্রী।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোকরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ডাবরা গ্রামের একটি ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ফারুক হোসেন, দিনাজপুর