দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন যুব মহিলা লীগ নেত্রী লিলি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/03/lili-yubliig-chbi.jpg)
যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি আজ সোমবার বিকেলে রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে পাঁচ শত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ছবি : এনটিভি
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরিব, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।
আজ সোমবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে পাঁচ শত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন লিলি।
এ সময় শারমিন সুলতানা লিলি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গরিব, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। রমজান মাসব্যাপী সারা দেশেই আমাদের এই কার্যক্রম চলছে। ব্যক্তিগতভাবে আমি ঢাকার বিভিন্ন স্থানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
লিলি জানান, আগামীকাল বিকেলে রাজধানীর দারুস সালাম থানার সুমি কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হবে।