দেশব্যাপী আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ পালিত
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সারা দেশে সম্প্রদায়িক কলহ, নির্যাতন, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী এ কর্মসূচি পালিত হয়। আজ মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দেশের সব মহানগর, জেলা, উপজেলায় এ কর্মসূচি আয়োজন করে।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা: শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাফিজুর রহমান মাফির সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ হোসেন, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি।
আসাদুর রহমান জয়, নওগাঁ : জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ উপলক্ষে আজ সকাল ১০টা থেকে শহরের মুক্তির মোড়ে ঈদগাহ মাঠের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে নওগাঁ জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যভুক্ত ২২টি সংগঠনের নেতারা অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা কমিটির সভাপতি মনোয়ার হোসেন লিটন। এ সময় কুমিল্লার ঘটনার প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য দেন জোটের জেলা কমিটির উপদেষ্টা অধ্যাপক শরিফুল ইসলাম খান, মো. কায়েস উদ্দিন, মোসাদ্দেক হেসেন, সিদ্দিকুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট মুকুল চন্দ্র কবিরাজ, সহসভাপতি প্রতাপ চন্দ্র এবং সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ।
হালিম খান, নাটোর: সম্প্রীতি শোভাযাত্রা ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। আজ দুপুরে শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ অন্য নেতারা।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : দক্ষিণ জেলা যুবলীগের আয়োজনে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর রামঘাটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু, যুবলীগ নেতা মো. জালাল উদ্দিন, মোতাহার হোসেন (ঝুমন), নাজমুল হক, আবদুল আজিজ, মো. রুবেল, আক্তার হোসেন, শাহ আলম, জয়নাল আবেদীন, হানিফুল ইসলাম রনি, মো. বিল্লাল হোসেন, রাশেদ সাকিবসহ অন্যরা।
কে এম সবুজ, ঝালকাঠি: আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রেসক্লাবের সামনে সম্প্রীতি সমাবেশ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ, নুরুল আমিন সুরুজ, হাবিবুর রহমান হাবলি, তরুন কর্মকার, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সাইদ খান, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।
মারুফ আহমেদ, সিলেট : আজ দুপুরে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। শহরের রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : যুবলীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের তমিজ মার্কেট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সদর (পশ্চিম) উপজেলা যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, সদর (পূর্ব) উপজেলা যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, লক্ষ্মীপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও ইকবাল হোসেন হ্যামেলসহ যুবলীগের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আইয়ুব আলী, ময়মনসিংহ : নগরীর টাউন হল চত্বর থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে এক সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি বিকাশ রায়, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীনসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতারা।
এ বি এম ফজলুর রহমান, পাবনা : জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, জেলা যুবলীগ আহ্বায়ক আলী মতুর্জা বিশ্বাস সনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
মোস্তাফিজ আমিন, ভৈরব : হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষায় কিশোরগঞ্জের ভৈরবে জনপ্রতিনিধি, রাজনৈতিক, ইমাম, ধর্মীয়গুরু, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সাল হোসেন সৌরভ, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মো. হুমায়ূন কবির, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, আলেম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আমিন, সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, আলেম-উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, ভৈরব ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি শ্রী চন্দন পাল, সাংবাদিক মো. আলাল উদ্দিন প্রমুখ।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : সম্প্রীতি রক্ষায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটি। আজ সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মহিলা পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রচ্ছদ কুড়িগ্রাম, সাম্প্রতিক কুড়িগ্রাম, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ঐতিহ্য কুড়িগ্রাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পিপি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, আব্দুল বাতেন, হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এস এ ছানালাল বকসী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পতিমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. শাহানাজ বেগম নাজু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুব্রতা রায় প্রমুখ।
আসমাউল আসিফ, জামালপুর : জেলা আওয়ামী লীগের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের বকুলতলা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন প্রমুখ।
আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট): শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ব্রেভ প্রকল্প দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, ইউএনও কমলেশ মজুমদার, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি মজুমদার, মন্দির পুরোহিত সঞ্জয় চক্রবর্তী, ব্রেভ প্রকল্প দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাগেরহাট জেলা সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, সুজনের মোংলা উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক নুর আলম শেখ।
আহসান হাবীব, রাজবাড়ী : জেলায় শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক নম্বর রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে রাজবাড়ী জেলা আওয়ামী লীগসহ রাজবাড়ী পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ.ম সাজু, রাজশাহী : বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এদিকে আজ বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) ঘণ্টাব্যাপী সম্প্রীতি সমাবেশ ও মানববন্ধন করে। আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, নির্বাহী সদস্য আনিসুজ্জামান, সদস্য রাশেদ রিপন, আজিজুল ইসলাম, বদরুল হাসান লিটন, সৌরভ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
এ ছাড়াও সম্প্রীতি সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী শাখা। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেনী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সনাতনী শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কঙ্গনা সরকার, বিশ্ববিদ্যালয় শাখা সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক সাধারণ সম্পাদক সিমন সাহা, দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মানিক রায়, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক কমল কৃষ্ণ বিশ্বাস, আইন বিভাগের শিক্ষার্থী হৃদয় ঘোষ, সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক সভাপতি চন্দন দে, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জয় চন্দ্র রায় প্রমুখ।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, থিয়েটার ইউনিটের সভাপতি শফিকুল ইসলাম শফিক, কন্ঠ বিথীর সভাপতি মাজহারুল হক লিপু, অ্যাডভোকেট মকলেছুর রহমান, কবি ওয়ালিউজ্জামান রিংকু, সমির চক্রবর্তী প্রমুখ।
রশিদ আল মুনান, পিরোজপুর : সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। আজ বিকেলে শহরের টাউন ক্লাব মাঠে থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে টাউনক্লাব রোডে সমাবেশটি মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।