দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাঙের ১৪ সদস্য গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/09/rab.jpg)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ স্যাভেজ গ্যাং নামক কিশোর গ্যাঙের প্রধান মো. আব্দুল মুকিতসহ ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদমজীনগর র্যাব ১১-এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবর জানোনো হয়।
আজ ভোরে রূপগঞ্জের গোলাকন্দাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
মিডিয়া অফিসার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব আজ ভোরে রূপগঞ্জের গোলাকন্দাইল এলাকায় অভিযান চালায়। অভিযানে দুর্ধর্ষ কিশোর গ্যাং 'স্যাভেজ গ্যাং'-এর প্রধান মো. আব্দুল মুকিত ও সহকারীপ্রধান মো. সুজনসহ মোট ১৪ কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, হাসুয়া, ছোরা, হাতুড়ি, সুইচ গিয়ার চাকু ও জিআই পাইপ জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া কিশোররা রূপগঞ্জ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে আসছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।