নাইক্ষ্যংছড়িতে জেএসএস-যৌথ বাহিনীর গোলাগুলি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রগুলো জানায়, জেলার সীমান্তবর্তী বাইশারী-দোছড়ি সীমান্তের ছাগলখাইয়া চাকপাড়া পাহাড়ি এলাকায় নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটেলিয়ানের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহ আব্দুল আজিজের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি যৌথ বাহিনীর আটটি দল অভিযান চালায়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর কয়েক দফায় গোলাগুলি হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় ৬৯ সেনা রিজিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী ও বিজিবির অভিযানে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়েছে। এতে জেএসএসের কয়েকজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। উভয় পক্ষের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত গোলাগুলি চলে। সেনাবাহিনী-বিজিবি যৌথ বাহিনীর অভিযানের মুখে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যেতে বাধ্য হয়।
এদিকে, পাহাড়ের অরণ্যে গোলাগুলির ঘটনাটি স্বীকার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান।
দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘গোলাগুলিতে আহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্ধার করে হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হয়েছে।’

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান