নেত্রকোনায় বঙ্গবন্ধুর জীবনী পাঠের ব্যতিক্রমী কর্মসূচির উদ্বোধন
শিক্ষাপ্রতিষ্ঠানে দিন শুরুর কার্যক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পাঠ অন্তর্ভুক্ত করে বছরব্যাপী কর্মসূচি শুরু হয়েছে নেত্রকোনা জেলা শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ে। আজ সোমবার (২৭ মার্চ) সকালে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে দিন শুরু করি : সে আগুন ছড়িয়ে গেল সবখানে’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল।
৫৩তম মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নিয়েছে বিদ্যালয়টি। পর্যায়ক্রমে নেত্রকোনার আরও শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন অসিত কুমার।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট অসিত কুমার আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে জানলে আমরা সমৃদ্ধ হবো। সারা পৃথিবী জানবে যে তাদের দেশের প্রতিটি মানুষ বঙ্গবন্ধু সম্পর্কে জানে, বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে জানে।
বক্তৃতায় তিনি কর্মসূচিটিকে পর্যায়ক্রমে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এসময় তিনি বঙ্গবন্ধু বিষয়ে বার্ষিক কুইজ প্রতিযোগিতার ঘোষণা দেন।
এ কর্মসূচির আওতায় সকল স্কুলে প্রতিটি কর্মদিবসের অ্যাসেম্বলিতে জাতীয় সংগীতের পর বঙ্গবন্ধুর জীবনী থেকে অংশবিশেষ পাঠ করে শোনাবে একজন শিক্ষার্থী। পাঠের জন্য বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর এন আই খান সম্পাদিত ‘সময় রেখায় বঙ্গবন্ধু : সে আগুন ছড়িয়ে গেল সবখানে’ বইটিকে নির্বাচন করেছে নেত্রকোনা জেলা পরিষদ। বইটি সম্পাদনা করেছেন জাহিদুল ইসলাম, মঞ্জুরুল আহসান, সুমন গুহ ও ড. ফাতিমা ইয়াসমিন।
কর্মসূচির এ উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষকরা ছাড়াও প্রায় এক হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে বঙ্গবন্ধুর জীবনের অংশবিশেষ পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী পারসা ইফরীত চৌধুরী। এসময় উদীচীর নেত্রকোনা জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক লুৎফর হায়দার ফকির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক তমা রায়।

এনটিভি অনলাইন ডেস্ক