কেন্দুয়ায় লড়াইয়ের ষাঁড় নিলামে বিক্রি
নেত্রকোনার কেন্দুয়ায় লড়াইয়ের জন্য আনা ষাঁড় প্রকাশ্য নিলামে বিক্রি করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার রামপুর বাজারে প্রকাশ্য ডাকে সর্বোচ্চ দরদাতার কাছে ষাঁড়টি এক লাখ ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়।
“বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭”-এর ধারা ১১ লঙ্ঘনের অভিযোগে লড়াই থেকে জব্দ করা ষাঁড়টি প্রকাশ্য নিলামে বিক্রি করেন ভ্রাম্যমাণ আদালত।
কেন্দুয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে স্থানীয় একটি চক্র উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে। খবর পেয়ে থানা পুলিশ সেখানে অভিযান চালালে লড়াইকারী আয়োজকরা পালিয়ে যায় এবং একটি ষাঁড় ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এরপর দিনভর অপেক্ষা করেও ষাঁড়টির প্রকৃত মালিক না পাওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করে ষাঁড়টি প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিকেলে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ষাড়ের লড়াইয়ের নামে জুয়া খেলার বিরুদ্ধে এ ধরনের আইনানুগ পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে জুয়া প্রতিরোধে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ষাঁড়টির মালিককে না পাওয়ায় এবং জুয়া আইনের বিধান অনুসারে প্রকাশ্য নিলামে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া খেলার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

ভজন দাস, নেত্রকোনা