নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার কনস্টেবল দগ্ধ
নোয়াখালীতে মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে চার পুলিশ কনস্টেবল আগুনে দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ কনস্টেবলরা হলেন এস আই বোরহান উদ্দিন সরকার, কনস্টেবল বেশান্তর, রাকেশ দেবনাথ ও আনাছ মিগেল। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম তথ্য নিশ্চিত করেন বলেন, ‘আজ সকালে জেলা কারাগার থেকে চারজন আসামি নিয়ে একটি মাইক্রোবাস লক্ষ্মীপুরে রওনা দেয়। বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য আগুনে ঝলসে যায়। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।