পদ্মায় নৌকাডুবি, ভেসে যাওয়া দুই কিশোর উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/23/v33j7tlf.jpg)
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলিকালেরচরসংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ছয় জেলেসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ওই জেলেরা মাছ ধরতে গেলে পদ্মার উত্তাল ঢেউয়ের কবলে ডুবে যায় ইঞ্জিনচালিত নৌকাটি।
এ সময় নৌকায় থাকা চারজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে পারলেও নদীতে ভেসে যায় দুই কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করেছেন মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
উদ্ধার হওয়া দুই কিশোর হলো মো. ইসমাইল (১৩) ও মো. হৃদয় (১৬)। তাদের দুজনের বাড়ি লৌহজং উপজেলার গাওদিয়া গ্রামে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সিরাজুল কবির জানান, নৌকাডুবির খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হন। স্থানীয়দের সহযোগিতায় ভেসে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তারা অক্ষত রয়েছে। তবে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা যায়নি। নৌকায় করে এসব জেলে অবৈধভাবে ইলিশ শিকার করতে নদীতে গিয়েছিল।