পরিবহণ মালিক সমিতির দ্বন্দ্বে সাতক্ষীরায় বন্ধ দূরপাল্লার বাস
সাতক্ষীরায় পরিবহণ মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বন্ধ হয়ে গেছে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে দূরপাল্লায় এই অচলাবস্থা দেখা দেয়। যদিও অভ্যন্তরীণ রুটে চলছে পরিবহণ। তবে, সমস্যা সমাধানে দুপক্ষের মধ্যে বৈঠক চলছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কাউন্টারে যশোর ফেরত গাড়িগুলোতে যাত্রী চেকিংয়ের সময় চাঁদা দাবি করে কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। কয়েকদিন আগে যশোর থেকে ছেড়ে আসা জয় পরিবহণের একটি গাড়িতে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ ছাড়া শ্যামনগরে কিংফিশার নাম ঢাকাগামী একটি বাস ভাঙচুর করেন শ্রমিকরা।
এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে যশোরে অবস্থিত সাতক্ষীরার পরিবহণ কাউন্টারগুলোতে তালা মেরে দেয় যশোরের পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। তারই প্রতিবাদে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় সাতক্ষীরার বাসমালিক সমিতি।
সাতক্ষীরা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন বায়রন জানান, দুপক্ষের দ্বন্দ্বের কারণে আপাতত দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। তারা বৈঠক করছেন। আজই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।