পরীক্ষায় অংশ নিতে না পেরে ২ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
কিশোরগঞ্জের ভৈরবে এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে দুই পরীক্ষার্থী। আজ রোবার (৩০ এপ্রিল) ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
পরে আত্মহত্যার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দুই পরীক্ষার্থীকে উদ্ধার করে অভিভাবকদের হাতে তুলে দেয়।
জানা যায়, এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনের নির্ধারিত সময় ছিল সকাল ১০টা থেকে। কিন্তু ভৈরব পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তিশা আক্তার এবং ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের রুমান আহমেদ এক ঘণ্টা বিলম্বে সরকারি কাদির বক্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এ সময় ওই স্কুলের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব মো. নূরুল ইসলাম তাদের ঢুকতে দেননি।
পরে হতাশ হয়ে দুই পরীক্ষার্থী উপজেলা পরিষদের সামনে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাসের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয় পথচারীরা তাঁদের উদ্ধার করে অভিভাবকদের হাতে তুলে দেন। পরে অভিভাবকরা দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রে নিয়ে গেলেও পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি তাদের।
কেন্দ্র সচিব ও ভৈরব সরকারি কাদির বক্স হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম বলেন ‘যে সময় দুজন পরীক্ষার্থী কেন্দ্রে এসেছে, সে সময় নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ। এ কারণে তাদের পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। নিয়মের বাইরে কেন্দ্রে উপস্থিত হলে পরীক্ষার কোনো সুযোগ আমরা দিতে পারি না ।’
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়ে ঢাকা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় তাদের অসময়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি।’