পাঁচ বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উথলী রেলস্টেশনে গতকাল রোববার দিবাগত রাতে একটি তেলবাহী ট্যাংকারের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উথলী রেলস্টেশনে একটি তেলবাহী ট্যাংকারের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আলী জানান, আজ সোমবার সকালে পাবনার পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।
ওই ট্রেনটির খুলনা থেকে তেলভর্তি ৩০টি বগি নিয়ে নাটোরে যাওয়ার কথা ছিল বলেও জানান তিনি।