পাকিস্তান দেউলিয়া শোনার পর মির্জা ফখরুল হাসপাতালে : নৌ প্রতিমন্ত্রী
বিএনপির বন্ধুরাষ্ট্র পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে শোনার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরলে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতেও বাংলাদেশ দেউলিয়া হয় নাই। বিএনপি বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানাতে চেয়েছিল। বিএনপির বন্ধুরাষ্ট্র পাকিস্তান আজকে দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন—পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। এ কথা শোনার পর মির্জা ফখরুল হাসপাতালে চলে গেছেন। এত বড় বন্ধুরাষ্ট্র দেউলিয়া হয়ে গেল, আর কোথায় যাবে হাসপাতাল ছাড়া। তিনি হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন।’
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য কাজ করে। আপনারা তা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তৈরি করছি। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে এটা সম্ভব হয়েছে।’
আজকে বিএনপি যদি ক্ষমতায় থাকত, বাংলাদেশও পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যেত বলে মন্তব্য করেন খালিদ মাহমুদ।
প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছ, দায়িত্ব পেয়েছে—তখনই বাংলার মানুষের জন্য কাজ করছে। আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যাবে। আমরা দরিদ্রতা জয় করেছি, মধ্যম আয় থেকে উন্নয়নশীল দেশে গেছি। টার্গেট নিয়েছি ২০৪১ সালের উন্নত বাংলাদেশের।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফছানা কাওছার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনূর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।