পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসার মধ্য দিয়ে দেশটির কৌশলগত পারমাণবিক অস্ত্রের হামলা চালানোর সক্ষমতার প্রতীক হিসেবে এক জোড়া দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পিয়ং ইয়ং।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ আজ বৃহস্পতিবার সকালে জানায়, বুধবারের ওই ক্রুজ ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে কৌশলগত পারমাণবিক অস্ত্র চালানোর জন্য নিজেদের শক্তিমত্ত্বার প্রমাণ স্বরূপ।
পাঁচ বছরের মধ্যে পিয়ং ইয়ং প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালাতে যাচ্ছে, এমন শঙ্কার মধ্যেই বিভক্ত কোরিয়া উপদ্বীপে বাড়তে থাকা উত্তেজনায় এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা নতুন মাত্রা যোগ করেছে।
কেসিএনএ’র দেওয়া তথ্য অনুযায়ী ওই ক্রুজ ক্ষেপনাস্ত্রগুলো সাগরের ওপর দিয়ে ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। যদিও লক্ষ্যবস্তু কী বা কোথায় ছিল তা জানায়নি বার্তা সংস্থাটি।
কেসিএনএ জানায়, কিম জং উন এই জোড়া ক্ষেপনাস্ত্র পরীক্ষার মাধ্যমে তার শত্রুদের জন্য আবারও পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘যে কোনো ধরনের যুদ্ধ ও সামরিক সঙ্কট মোকাবিলায় কৌশলগত পারমাণবিক অস্ত্র পরীক্ষার ক্ষেত্র বাড়াতে অটল থাকবে উত্তর কোরিয়া।’
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার হুমকির বিষয়ে ওয়াশিংটন তার মিত্র ও সহযোগি দেশগুলোর সঙ্গে সমন্বয় করছে।
সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কিম জং উন দুই সপ্তাহ ধরে কৌশলগত পারমাণবিক কুচকাওয়াজ তত্ত্বাবধান করছেন যার মধ্যে রয়েছে নতুন দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র-আইবিআরএম-এর উৎক্ষেপন পরীক্ষাও।