পারিবারিক কলহে এক রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/01/dinajpur-hasband-and-wife-sucid-e-pic.jpg)
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের মারগা গ্রামে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা স্বামী-স্ত্রী। ছবি : এনটিভি
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের মারগা গ্রামে পারিবারিক কলহে একই রশিতে স্বামী-স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন জানান, আজ সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে বসতঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করে। নিহত দম্পতি হলেন উপজেলার ভাবকি ইউনিয়নের মারগা গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল (৩৪) এবং তাঁর স্ত্রী শামসুন নাহার (৩২)। তাদের ৯ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানায়, ১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। সংসারে অভাব অনটনের কারণে প্রায় সময়ই তাদের মধ্যে বিবাদ লেগে থাকত।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ওসি জানান, বিষয়টি আরও অধিক তদন্ত করে দেখা হচ্ছে।