পুলিশি হামলার অভিযোগে বরিশাল মেডিকেলে নার্সদের কর্মবিরতি
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হামলায় এক নার্স আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন হাসপাতালটির নার্স অ্যাসোসিয়েশনের নেতারা। আজ বৃহস্পতিবার সকালে হামলার সঠিক বিচার দাবিতে পরিচালকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছেন তাঁরা।
জানা গেছে, গভীর রাতে বরিশাল নগরীর রুপাতলী উকিল বাড়ি সড়কের বিপরীত পাশে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন পুলিশের পরিদর্শক সালাউদ্দিন। এ সময় অন্যান্য পুলিশ সদস্যেরা তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালে তুচ্ছ বিষয় নিয়ে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের সঙ্গে পুলিশ সদস্যদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তাঁরা। এতে সিনিয়র স্টাফ নার্স সাইফুল আহত হন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা আমাদের কর্মস্থলেও নিরাপদ নই। আমাদের ওপর অতর্কিতে হামলা চালানো হচ্ছে। আমাদের ব্রাদার সাইফুলকে বেধরক মারধর করেছে কয়েকজন পুলিশ সদস্য। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘আমরা আজ সকাল থেকে কর্মবিরতিতে আছি। পরিচালকের কার্যালয় ঘেরাও করেছি। এ হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, পুরো বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সকে রাতে মারধরের ঘটনা শুনেছি। কারা করেছে তা খোঁজ নিয়ে আমাদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।’