ফরিদপুরে দেশি-বিদেশি মদসহ গ্রেপ্তার ৯
ফরিদপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদ ও মদ তৈরির উপকরণসহ নয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. জামাল পাশা।
মো. জামাল পাশা জানান, গত মঙ্গলবার রাতে আলীপুর এলাকা থেকে দুজন কিশোরকে তিন বোতল দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়। এরপর তাদের কথামতো এ ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানকালে ৩৮ লিটার মদ, ১০ লিটার মদ তৈরির কেমিক্যাল জব্দ করা হয়।
এএসপি বলেন, ‘এ ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আরও একজনকে আটকের চেষ্টা চালানো হচ্ছে। এই মদগুলো আগামী দুর্গাপূজা উপলক্ষে তৈরি বা জোগাড় করা হচ্ছিল বলে জানা যায়।’
এদিকে, এ ঘটনায় আজ ফরিদপুর কোতোয়ালি থানায় ১০ জনের নাম উল্লেখ করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করে।