৫০০ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ
শেরপুরে ভারতীয় সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় ভারতীয় চকলেট, মদসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অভিযান চালিয়ে এসব জব্দ করে বিজিবি।
ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বে থাকা বিজিবি ৩৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার বারোমারি বিজিবি ক্যাম্পের একটি টহল দল বুরুঙ্গা ও কালাপানি থেকে পাচারের সময় প্রায় ৫০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। মদ বহনকারী প্রাইভেট কারটিও এ সময় জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল বুধবার নালিতাবাড়ী শহরের গড়কান্দা এলাকা থেকে চোরাইপথে ভারত থেকে আনা চকলেটসহ একটি পিকআপ ভ্যান আটক করে। এ সময় চালক ও চালকের সহকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। প্রায় কাছাকাছি সময়ে নালিতাবাড়ীর বাইপাস এলাকা থেকে যাত্রীবাহী একটি বাস থেকে আলুর বস্তার ভেতর থেকে ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

কাকন রেজা, শেরপুর