ফরিদপুর সদর উপজেলার এক যুবককে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়া এ আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন শহরতলীর পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের জান্নাত শেখ (২৮) ও একই এলাকার শরীফুল ইসলাম সুমন (৩২)। রায়ের সময় দুজনে আদালতে উপস্থিত ছিলেন।
সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার জানান, ২০১৫ সালের ২১ জুন সন্ধ্যার পর নিখোঁজ হন আছমত শেখ। এরপর পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের একটি পাটক্ষেত থেকে ২৪ জুন সকাল সাড়ে ৭টার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর ভাই হাসমত শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এরপর অভিযুক্ত জান্নাত শেখ ও শরীফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।
অ্যাডভোকেট দুলাল শেখ আরো বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা জড়িত থাকার বিষয়টি সন্দেহীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।’