ফের আ.লীগের নেতৃত্বে শেখ হাসিনা-ওবায়দুল কাদের
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনরায় নির্বাচিত হয়েছেন। আজ শনিবার দলের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাঁরা পুনরায় নির্বাচিত হন।
এর আগে আজ বিকেল ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রয়োজনীয় ধারার সংশোধন প্রস্তাব পাস হয়।
এরপর কমিটি বিলুপ্ত ষোষণা করেন দলটির সভাপতি শেখ হাসিনা। এরপর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. মশিউর রহমান ও শাহাবুদ্দিন চুপ্পু।